[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022

 

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 |class 5 model activity task Bengali Part 2 wbbse

আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ModelActivityTask24 ওয়েবসাইডে তোমাদের সবাইকে স্বাগত।এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দেওয়া ২০২২ সালের ফেব্রুয়ারি ( February) মাসের পঞ্চম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিভাবে ডাউনলোড করবেন এবং কি ভাবে লিখবেন সে বিষয়ে আলোচনা করবো।.

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022

 

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 PDF Download

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পঞ্চম শ্রেণি

বাংলা

পূর্ণমান: ১৫

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 PDF Download


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৩=৩

১.১ ‘বুনো হাঁস’ গল্পের ঘটনাস্থল

(ক) চিন

(খ) ভারতের লাডাক

(গ) সাইবেরিয়া

(ঘ) আলাস্কা

উত্তর- (খ) ভারতের লাডাক

১.২ বাড়ির জন্য মন কেমন করত—

(ক) বুনো হাঁসদের

(খ) জোয়ানদের

(গ) ডাক কর্মীদের

(ঘ) সাংবাদিকদের

উত্তর- (খ) জোয়ানদের

১.৩ বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না

(ক) টিনের মাছ

(খ) মাংস

(গ) তরকারি

(ঘ) ফলের কুচি

উত্তর- (খ) মাংস

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 PDF Download

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩

২.১ ‘এখন যদি আকাশের দিকে চেয়ে দ্যাখো’— কী দেখা যাবে?

উত্তর- দেখা যাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে।

২.২ বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা কী করল?

উত্তর- জোয়ানরা আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো।

২.৩ একদিন সকালের কাজ সেরে এসে জোয়ানরা কী দেখল?

উত্তর- জোয়ানরা দেখল হাঁসদুটো উড়ে চলে গেছে।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬

৩.১ ‘একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল।’— তারপর কী ঘটল?

উত্তর- যখন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল, তখন সে একটি ঝোপের উপর নেমে থর থর করে কাঁপতে লাগল। তারপর আর একটা বুনো হাঁস নেমে এসে ওই হাঁসের চারিদিকে উড়তে লাগলো। বরফ পড়া শুরু হতেই জোয়ানরা গিয়ে হাঁসটাকে নিয়ে এসে তাদের মুরগি রাখার খালি জায়গাটাতে রেখে দিল।

৩.২ ‘…. জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়াল।’—তাদের আনন্দের কাজটি কী?

উত্তর- ডানায় জখম লাগা হাঁসটি এবং তার সাথে নেমে আসা অন্য হাঁসটিকে তাঁবুতে নিয়ে এসে জোয়ানরা তার সেবা-শুশ্রূষা করতে লাগলো।  মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব তারা হাঁস দুটিকে খেতে দিত। এইভাবে হাঁস দুটির দেখাশোনা করাটা জোয়ানদের কাছে একটি আনন্দের কাজ হয়ে দাঁড়ালো।

৩.৩ একটি আহত হঁসের প্রতি তার দলের আরেকটি হাঁসের অনুভূতি ‘বুনো হাঁস’ গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে?

উত্তর- একদিন একটি ডানায় চোট পাওয়া বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ে যায়। ঝোপের উপর নেমে  হাঁসটি  থর থর করে কাঁপতে থাকে। সেই আহত হাঁসটিকে সাহায্য করার জন্য অন্য একটি হাঁসও তার সাথে নিচে নেমে এসে তার চারিদিকে উড়তে থাকে।

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 PDF Download

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো : ৩

‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।’— শীত কেটে যাওয়ায় প্রকৃতিতে কী কী পরিবর্তন দেখা গেল?

উত্তর- লীলা মজুমদারের লেখা ‘বুনোহাঁস’ গল্পটিতে ঘটনাস্থান হিসাবে লাদাকের পার্বত্য ভূমিকে পাঠকের সামনে হাজির করা হয়েছে। শীত কেটে যাওয়ায় উষ্ণতা বৃদ্ধির ফলে নিচের পাহাড়ের বরফ গলে গিয়েছিল। আবার প্রকৃতিতে সবুজ ঝোপঝাপ দেখা গেল, প্রচন্ড বরফের জন্য ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলিতে আবার পাতা ও ফুলের কুঁড়ি ধরল। পাখিরা এবার দক্ষিণ থেকে উত্তরে দলবেঁধে ফিরে আসতে আরম্ভ করল। শীতের শেষে প্রকৃতিতে এই এই পরিবর্তনগুলো লক্ষ করা যায়। শীত কেটে যাওয়ার পর নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। বরফ সরে গিয়ে সবুজ ঝোপঝাড় দেখা দিল এবং শুকনো গাছে সবুজ  পাতা ও ফুলের কুঁড়ি ধরল। পাখিরাও  আবার দক্ষিণ থেকে উত্তরে আসতে শুরু করল।

[New] Class 5 Model Activity Task Bengali Part 2 February 2022 PDF Download


Note:- এই উত্তরের PDF ডাউনলোড করুন >>(উত্তর ডাউনলোড)


Read More

Class 10

 Download Link Class 10 Model Activity Task Pdf


Read More

Class 5

Download Link:-Model Activity task class 5 January 2022 part 1

 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন