Class 8 Model Activity Task History Part 7-ইতিহাস উত্তর

Class 8 Model Activity Task History Part 7-ইতিহাস উত্তর

Model Activity Task

Class 8(Part 7)

Sub:- History(ইতিহাস)

(Part 7)

Class 8 Model Activity Task History Part 7

 

১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :  ১ x ৪ = ৪

ক- স্তম্ভ খ- স্তম্ভ 
১.১ আত্মীয় সভা (ক) জ্যোতিরাও ফুলে 
১.২ জাতীয় মেলা (খ) রামমোহন রায় 
১.৩ সত্যশোধক সমাজ (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী 
১.৪ আর্য সমাজ (ঘ) নবগোপাল মিত্র 
 

উত্তর-

ক- স্তম্ভ খ স্তম্ভ 
১.১ আত্মীয় সভা (খ) রামমোহন রায় 
১.২ জাতীয় মেলা (ঘ) নবগোপাল মিত্র 
১.৩ সত্যশোধক সমাজ (ক) জ্যোতিরাও ফুলে 
১.৪ আর্য সমাজ (গ) স্বামী দয়ানন্দ সরস্বতী 

২. শূন্যস্থান পূরণ করো :  ১ x ৪ = ৪

২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন

উত্তর- লর্ড ওয়েলেসলি

২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়

উত্তর- বিরসালিঙ্গম পান্তুলুর

২.৩ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন।

উত্তর- স্যার সৈয়দ আহমেদ খান

২.৪ স্বামী বিবেকানন্দ ধর্ম সম্মেলনে যোগদান করেন।

উত্তর- শিকাগো

Class 8 Model Activity Task History Part 7

৩. দু-তিনটি বাক্যে উত্তর দাও :  ২ × ৩ = ৬

৩.১ ‘বারাসাত বিদ্রোহ’ কী ?

উত্তর- তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যেই তিতুমির ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধি নেন তিতুমির। নারকেলবেড়িয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ-মধ্যে বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় (১৮৩১) খ্রিস্টাব্দে। এই ঘটনা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

৩.২ ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন ?

উত্তর- উনিশ শতকের প্রথম ভাগে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পরিচালিত নব্যবঙ্গ আন্দোলনের অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় । স্বাধীন চিন্তা ও যুক্তিবাদে বিশ্বাসী ডিরোজিও তাঁর ছাত্রদের সততা, ন্যায়, সত্যানুসন্ধিত্সা, দেশপ্রেম ও পরহিতৈষণার আদর্শে উদ্বুদ্ধ হতে শিক্ষা দিতেন ।

৩.৩ মোপালা বিদ্রোহ কেন হয়েছিল ?

উত্তর- দক্ষিণ ভারতের মালাবারের মোপালারা ছিলেন দরিদ্র কৃষক, কৃষি শ্রমিক, ছোটো ব্যবসায়ী ও জেলে। কেরল রাজ্যের অধিবাসী দরিদ্র মোপালাদের ওপর শাসকগোষ্ঠীর অত্যাচার ও আক্রমণ এই বিদ্রোহের জন্ম দেয়। মোপালারা মূলত সমুদ্র উপকূলবর্তী মালাবার অঞ্চলের কৃষিজীবী। জমিদারের খাজনা, মহাজনের ঋনের অত্যাচার সব মিলিয়ে তীব্র অসন্তোষ দীর্ঘস্থায়ী মোপালা বিদ্রোহের সৃষ্টি করেছিল।

Class 8 Model Activity Task History Part 7 

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬

৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল ?

উত্তর- ১৮৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দে সাঁওতাল , হুল সংগঠিত হয়েছিল। হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ সাঁওতাল, হুল ও নীল বিদ্রোহকে সমর্থন করেছিল।

সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট : বাংলার আধুনিক ইতিহাসে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি একটি উল্লেখযোগ্য পত্রিকা । এই পত্রিকা থেকে আমরা সমকালীন সমাজ চিত্রে ও অনেক ইতিহাস জানতে পারি। হিন্দু প্যাট্রিয়টে লেখা হয়েছিল ‘অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছে’, ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মতে আদিবাসী সমাজে জোর করে সাঁওতালদের বেকার খাটানো হত । এর ফলে তারা সাঁওতাল পরগনায় বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহ সম্পর্কে আলোচনা ও মতামত এই পত্রিকায় প্রকাশিত হতো ।

৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো।

উত্তর- ১৮৫৭-র মহাবিদ্রোহের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘মহারানীর ঘোষণাপত্র’ জারি করার মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের আমূল পরিবর্তন ঘটানো হয়। প্রশাসনিক ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়।

  1.  ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া বিদ্রোহের কোম্পানির এবং মুঘলদের শাসনের অবসান ঘটানো হয়। ভারতের প্রশাসনিক দায়িত্ব ব্রিটিশ সরকার গ্রহণ করে। ফলে কোম্পানির শাসন সরিয়ে ব্রিটিশ সরকারের শাসন হয়।
  2. স্বত্ববিলোপ নীতির অবসান ঘটানো হয়। দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হয়। যোগ্যতা অনুসারে সরকারী পদে ভারতীয়দের যোগদান করার সুযোগ বাড়ানো হয় এবং ভারতীয়দের ধর্ম, সামাজিক রীতিনীতিতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়।

 

 Class 8 Model Activity Task History Part 7

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন